Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সোনাইমুড়ি পাহাড়
স্থান

ঢাকা–সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দাপাড়া বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস ষ্টেশন নেমে রিক্সা যোগে কিংবা ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি পাহাড়ের সামনে এসে নামা যায়।   

যোগাযোগ

0

বিস্তারিত

শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশেই সোনাইমুড়ি পাহাড় অবস্থিত। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ী সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ি এলাকাটি। এখানে রয়েছে একাধিক লাল মাটির টিলা। টিলার বুকচিরে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করেছে। লাল মাটির টিলার উপর থেকে এলাকার মনমূগ্ধকর পাহাড়ি ও সমতলের সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে নাটক ও সিনেমার সুটিং হয়ে থাকে। এখানে রয়েছে পিকনিক ষ্পট ও পার্ক। প্রতিদিন আগত পর্যটকদের উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে থাকে। বিশেষ করে সপ্তাহিক ছুটির দিন গুলোতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।